মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত থেকে ধান কাটা-মাড়াইদুই বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশি দুই শ্রমিককে বিএসএফ তুলে নিয়ে যাওয়ায় দুই ভারতীয় কৃষককে ধরে এনেছে বাংলাদেশী বিক্ষুব্ধ জনতা। পরে তাদেরকে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বিজিবি সদস্যদের কাছে হন্তান্তর করেছেন।আজ ২ মে (শুক্রবার) আনুমানিক দুপুর সোয়া বারোটার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়া পাড়ার ৩২০/১০ এস পিলারের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফদের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশীরা হলেন বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন কারুলিয়া পাড়া এনামুলের ছেলে মাসুদ (১৫) ও ভুটিয়া বন এলাকার ইসরাইলের ছেলে এনামুল (৫০)। বিক্ষুব্ধ জনতার হাতে আটক বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু(২০) এবং একই এলাকার লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে বাংলাদেশী নাগরিক মাসুদ ও এনামুলসহ কয়েকজন ৩২০/ ১০ এস পিলারের নিকটবর্তী বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নোনার ধারে এলাকার মৃত রফিকের ছেলে রিয়াজুল ইসলামের (৩২) জমির ধান কাটা শেষে একই পিলার সংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মাড়াই কার্যক্রম শুরু করার সময় বিএসএফ সদস্যরা ওই দুইজনকে ধরে নিয়ে যায়। ধান মাড়াইয়ের কাজে অন্য সদস্যরাপালিয়ে আসতে বাধ্য হন। পরে বিষয়টি জানাজানি হলে কারুলিয়াপাড়া এলাকার বিক্ষুব্ধ লোকজন ভারতীয় দুই কৃষককে তাঁদের জমি থেকে তুলে নিয়ে আসে।
এ বিষয়ে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশী নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে স্থানীয় বাংলাদেশী নাগরিকরা দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলমান।।