মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকে বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে ৮ একর সরকারী রিজার্ভ বনভূমি দখলমুক্ত করে বৃক্ষ রোপন করেছেন বনবিভাগ।
আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বন বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে বন বিভাগের দিনাজপুর জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদের নেতৃত্বে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালিয়ে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষ রোপন করেছেন বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ ।
বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বিরামপুর রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের চকনওদা মৌজায় সংরক্ষিত বনের প্রায় ৮ একর জমি বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় উদ্ধার করে। প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করেন ।
দিনাজপুর ( বিরামপুর) সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ জানান , দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে স্থানীয়দের কাছে দখলে ছিল । এগুলো বন বিভাগের গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই জমি গুলো অবৈধ ভাবে দখল করে চাষাবাদ করতেন ,বন বিভাগ থেকে তাদের একাধিকবার জমি গুলো ছেরে দেওয়ার জন্য নোটিশ করা হয়।
কিন্তু স্থানীয়রা আমাদের বন বিভাগের ডাকে সাড়া না দিয়ে অবৈধভাবে সেখানে চাষাবাদ করতে থাকেন, দীর্ঘদিন দখলে থাকা বনের জমি গুলো উদ্ধার করতেই সেখানে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ ও উদ্ধার অভিযান পরিচালনা করে ৮ একর বনের জমি উদ্ধার করা হয়েছে ।
পরে উদ্ধারকৃত জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে।উচ্ছেদ অভিযানে, যৌথ বাহিনি, রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, বিরামপুর চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফারেসগার্ড ইয়াসিন আরাফাত সহ বিটের অধিনে সকল উপকারভোগী সদস্যরা অংশ গ্রহন করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.