মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনিতে চাকরি স্থায়ীকরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন বড়পুকুরিয়া কয়লাখনিতে তৃতীয় পক্ষের অধীনে কর্মরত আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল আলম বলেন, ২০০৮ সালের পর থেকে খনিতে কয়েক দফা কর্মকর্তা নিয়োগ করা হলেও কোন কর্মচারী নিয়োগ করা হয়নি। খনিতে কর্মরত ২৭৬ জন কর্মচারী সূচনালগ্ন থেকে অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি করে আসলেও, খনি কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী করেনি। এ জন্য তাদের চাকরি অনতিবলম্বে স্থায়ী করার দাবি জানন।আন্দোলনকারী শ্রমিকরা বলেন, তাদের চাকরি স্থায়ী করা না হলে, তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, তাদের চাকরি স্থায়ী করা না হলে, তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন।
আগামী ১০ দিনের মধ্যে দাবাদি দাবা মেনে না নেওয়া হলে আরো বৃহত্তম আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এ সময় আরও বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া আউটসোর্সিং স্থায়ী কর্মচারী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা মনোয়ার হোসেন মুকুল, সামসুল আলম, ফাইজুল ইসলাম, আবু সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম বলেন, ‘আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নেওয়া হবে। মন্ত্রণালয় মতামত না দেওয়া পর্যন্ত খনি কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.