মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর জেলার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে
চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
আজ ৯ এপ্রিল (বুধবার) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোড পরিচালনা করেন।পরিবেশগত ছাড়পত্রবিহীনভাবে ইটভাটা পরিচালনা করায় ০৮(আট) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা করে সর্বমোট ৪৮,০০,০০০/-( আট চল্লিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য করেছেন,, এবং দুটি ইটভাটার আগুন নিভিয়ে ও কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এছাড়াও আরো ০২ দুটি বন্ধ ইটভাটার বিদ্যুতের লাইন বিচ্ছন্ন করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক প্রভাতি রানী, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা সহকারী পরিচালক মো: মলিন মিয়াসহ RAB-13, জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অভিযানকৃত ইটভাটাগুলো হচ্ছে:-
১। এস.আর.বি ব্রিকস, সদর,দিনাজপুর;
২। এ.বি. ব্রিকস,বসন্তপুর,চিরিরবন্দর, দিনাজপুর;
৩। আর.এস ব্রিকস, কারেন্টের হাট, চিরিরবন্দর, দিনাজপুর;
৪। নিউ আর.এস ব্রিকস,ঘুঘুরাতলী, চিরিরবন্দর, দিনাজপুর ;
৫। এস.কে ব্রিকস, মাস্টারপাড়া, চিরিরবন্দর, দিনাজপুর; ৬।এস এইচ বি ব্রিকস, মেলারডাঙ্গা, পাবর্তীপুর, দিনাজপুর;
৭।এস আর বি-২, রঘুনাথপুর, পার্বতীপুর, দিনাজপুর;
৮। এম.এস.বি ব্রিকস, ডাঙ্গারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এরকম অভিযান অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.