মোঃ মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার :বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ঐতিহাসিক গোড়-এ- শহীদ বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “জুলাই শহীদ স্মৃতি” আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।
৭ই সেপ্টেম্বর রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী।
জুলাই শহীদ স্মৃতি আন্ত : উপজেলা ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ নুর আলম হক খোকন এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ মোকাররম হোসেন, মোঃ খালেকুজ্জামান বাবু , এডহক কমিটির সদস্য বৃন্দ, দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন, সাবেক ফুটবল খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী বনাম নবাবগঞ্জ উপজেলা। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন এস এম রফিক। খেলা চলাকালীন সময়ে উভয়ে দলের কোন গোল না হওয়ায় ট্রাই বেকারে নবাবগঞ্জ কে চার- দুই গোলে হারিয়ে ফুলবাড়ি উপজেলা বিজয়ী হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.