মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯নং ওয়ার্ডের গরুডাঙ্গা উচ্চগ্রাম আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় আবাসনের অন্তত ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা চিৎকার করে আশপাশের মানুষদের ডাকেন। তবে আগুনের তীব্রতায় ঘরের গবাদি পশু, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.