মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
১৭ জুন সকাল ৭.০০ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ২নং গেটের সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে খালি ট্রাক (ঢাকা- মেট্রো ন-১৯-১৬২৬) লিচু সংগ্রহের জন্য দিনাজপুর যাওয়ার সময় পথিমধ্যে ফুলবাড়ী উপজেলা বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হয় এবং ট্রাকটি উল্টে যায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সকাল সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসর সময় পথিমধ্যই তারা দুইজন মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তিরা হলেন
মোঃ সাজু ইসলাম (৩২) পিতাঃ মোঃ আনারুল ইসলাম, গ্রাম- জগনাথপুর, পোস্ট- রায়পুর, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর মোঃ মোতালেব (৩৩) পিতা- মোঃ গ্রাম-, পোস্ট-, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করে জানান আজ সকাল সাড়ে সাতটায় ডেঙ্গাপাড়ায় মোটরসাইকেল ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায় তাদের মরদেহ সুরথহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.