মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর
৷৷৷৷৷৷৷৷৷৷৷ বাংলার চেতনা নিউজ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন কে মারধর করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
আবুল হোসেনের দায়ের কৃত ফুলবাড়ী থানার অভিযোগ সূত্রে জানা যায় ২৫ আগস্ট ফজরের নামাজের পর আবুল হোসেন দোকানের মাল ক্রয় করার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন, এমন সময় বিবাদী মৃত আব্দুল গনির পুত্র গফ্ফার,
গফফারের পুত্র রাসেল আবুল হোসেনের পথরোধ করে তাতে বেদম মারপিট করে টাকাগুলো নিয়ে চলে যায়।
পরে আবুল হোসেনের চিৎকার শুনে এলাকার লোকজন জমা হয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অভিযোগে আবুল হোসেন আরো জানান পূর্ব থেকেই বিবাদীগণের সহিত জমিজমা সংক্রান্ত এবং পারিবারিক
বিভিন্ন দ্বন্দ্ব চলে আসতেছে, এবং বিবাদীগণ বিভিন্ন সময়ে আবুল হোসেনকে ভয় ভীতি ও হত্যার হুমকি প্রদান করে আসতেছে।
আবুল হোসেন থানায় অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.