মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ দিনাজপুর।
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের দুইদিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাথার খোঁজে ঘটনাস্থলে অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে দ্বীখন্ডিত মরদেহটি উদ্ধার করা হলেও তার মাথাটি পাওয়া যায়নি। নিখোঁজ সাব্বির হোসেন সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।
পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল। জানা যায়, রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবায় একটি মস্তক বিহিন খন্ডিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। এর আগে,গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরেরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সে বাড়িরকাজ শেষে লোন গ্রহণের জন্য স্থানীয় আটপুকুরহাট কৃষি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু দিন শেষে রাত অবধি সবুজ বাড়ি ফিরে না এলে তাকে খোঁজা শুরু করেন বাড়ির লোকজন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে সজিব গ্রামবাসীর কাছে জানতে পারেন অপরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে মঙ্গলবার গ্রাম ছাড়ে সবুজ। সবুজের ছোট ভাই সজিব আরও বলেন, আমরা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ভাই মঙ্গলবার ব্যাংকে আসেননি। সজিব আরও জানান আমি নিশ্চিত উদ্ধারকৃত মরদেহটি আমার বড় ভাই সাব্বির হোসেন সবুজের।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.