মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার , (দিনাজপুর) বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সরকারি খাদ্যবান্ধব সহায়তা কর্মসূচির আওতায় ২ নং আলাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতি কাড ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ।
২৭ আগস্ট (বুধবার) দুপুর ১ টায় ১০২৭ জন উপকার ভোগির মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ২ নং আলাদীপুর ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিউর রহমান ও ট্যাগ অফিসার উপসহকারী কৃষি মোঃ জাকির হোসেন এর উপস্থিতিতে ১০২৭ জন ভুক্তভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উপকার ভোগিরা ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চাল পেয়ে অনেক খুশি হয়েছেন।
চাল নিতে আসা কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে জানা যায়, তারা এই উদ্যোগে খুবই সন্তুষ্ট। কারণ বাজারে যেখানে চালের দাম ক্রমেই বেড়ে যাচ্ছে, সেখানে সরকারি এই কর্মসূচি তাদের পরিবারকে অনেকটা স্বস্তি দিয়েছে।“আমরা গরীব মানুষ। বাজারে চালের দাম এত বেশি যে কিনতে কষ্ট হয়। কিন্তু এখানে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে আমরা অনেক খুশি।”
খাদ্যবান্ধব কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনপদের নিম্নআয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়নে একইভাবে চাল বিতরণ করা হবে।
ফুলবাড়ীর স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, সরকারের এই উদ্যোগ চলমান থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে এবং খাদ্যসংকট মোকাবিলা করা সহজ হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.