এস.এম.শামীম,খুলনা ব্যুরো
দিঘলিয়া উপজেলার ০৩নং দিঘলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মহেশ্বরপুর গ্রামে ইসারত ঢালী (৫৫)এর ছেলে মোঃ রাজু ঢালী( ২৭)(পুলিশ সদস্য) এরসাথে দৌলতপুর থানাধীন দেয়ানা গ্রামে মোঃ ময়েন মোড়ল এর মেয়ে ভিকটিম মিরা বেগম (২৫) এর বিবাহ হয় এবং তাদের ঘরে ৬ বছরের একটি পুত্র সন্তান আছে। অদ্য ০৮/০৩/২৫ সন্ধ্যা ৬ ঘটিকার সময় ভিকটিম মিরা বেগম বাবার বাড়ি হতে তার স্বামীর বাড়ি মহেশ্বরপুর এসে দেখে তার ঘরে তালা মারা। শশুর ইসারতকে ঘর খুলে দেওয়ার কথা বললে সে খুলে দেবে না জানায়। এতে উভয়ের মধ্যে কাটাকাটির একপর্যায়ে শশুর এসারত ৫ লিটার ভর্তি পানির বোতল দ্বারা ভিকটিম মিরাকে মাথায়,বুকে, পিঠে একাধিক আঘাত করে। ভিকটিমের ডাক চিৎকারে পাশের লোকজন এসে উদ্ধার করে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ও ভর্তি করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.