এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তর পাড়ায় গৃহবধুর শ্লিলতাহানি এবং ভিকটিমকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে বারাকপুর মফিজুলের পুত্র সৈকত(২৫) কে গ্ৰেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা যায়,
দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়া নিবাসী মোঃ আলী হোসেনের পুত্র মোঃ মোশারেফ হোসেনের স্ত্রী তার পুত্র গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আবু হুরাইরাকে আনতে বাড়ি থেকে রওনা হন। তিনি মলিকুলের বাড়ির সামনে এলে দুপুর আনুমানিক ১২ টার সময় মফিজুলের পুত্র সৈকত (২৫) পিছন দিক থেকে এসে উক্ত গৃহবধূর হাত মুখ চেপে ধরে জোর পূর্বক টেনে হিঁচড়ে তাদের বাড়ির মধ্যে নিয়ে যায়। এ সময় উক্ত গৃহবধূর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সৈকত ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে। লোকজন তাদের বাড়ির ভেতর চলে আসলে সৈকত ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। দিঘলিয়া থানা পুলিশ ও কামারগাতী ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সৈকতকে গ্রেফতার করে দিঘলিয়া থানায় নিয়ে আসে।
এদিকে মোঃ মোশারেফ হোসেন খবর পেয়ে দ্রুত খুলনা থেকে বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে প্রথমে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার বরাবর ও পরে দিঘলিয়া থানায় গিয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য সৈকত এলাকার মাদক সিন্ডিকেটের সদস্য ও নিজেও মাদকাসক্ত। ইতোপূর্বে সৈকতের বিরুদ্ধে হামলা ও মারপিট করার অভিযোগ রয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এ ব্যাপারে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নং ৬ তাং ১২/০৮/২০২৫ ইং। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.