এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে শত শত উপকারভোগী নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, ইউনিয়নের ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা।
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। আগামী দুই বছর একটানা তারা এ সুবিধা ভোগ করবেন।
চাল বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা যৌথ বাহিনীর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তোষ জ্ঞাপন করেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাজে নারীদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এর আওতায় আছেন। প্রাথমিক বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড সরবরাহ করা হয়েছে। এজন্য প্রত্যেক নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ দুঃস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.