এস.এম.শামীম দিঘলিয়া।
খুলনার দিঘলিয়া উপজেলার ব্যক্তি মালিকানাধীন সাগর জুট স্পিনিং মিলস লি:এর
পানি নিষ্কাশনের ড্রেন এখন উক্ত এলাকার বিভিন্ন বাড়িওয়ালা দের ময়লা নিষ্কাশনের প্রধান মাধ্যম। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্যক্তি মালিকানাধীন সাগর জুট স্পিনিং মিলস লি:এর নিজস্ব জায়গায় নির্মিত পানি নিষ্কাশনের একাধিক ড্রেন রয়েছে যেগুলো বর্তমানে মিলের আশপাশে বসবাসকারী বাড়িওয়ালাদের ময়লা নিষ্কাশনের পাইপলাইন । উক্ত সাগর জুট মিলে হাজারো শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে, এবং জীবিকার উপরে তাদের পরিবার পরিজন নিয়ে কোনরকমে দিন যাপন করে আসছে। যেহেতু মিলের পাশে বয়ে গেছে ভৈরব নদী তাই উক্ত মিলের ভিতরে পানি জমে গেলে ও বর্ষার মৌসুমে পানি নিষ্কাশনের জন্য মিলের চতুরপাশে পাকা করে ড্রেন নির্মাণ করে মিল কর্তৃপক্ষ। কিন্তু উক্ত সাগর জুট মিলের আশপাশে বসবাসকারী কিছু অসাধু ব্যক্তি তাদের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও বাড়ির ময়লা পানি ও ময়লা বর্জ্য নিষ্কাশনের জন্য পাইপলাইন করে মিলের ড্রেনের মধ্যে সংযোগ করেছে। এবিষয়ে সাগর জুট স্পিনিং মিলস লি:এর কতৃপক্ষের সাথে কথা বললে তারা জানান মিলের আশেপাশে বসবাসকারী কিছু প্রভাবশালী জনৈক ব্যক্তি ও মহল কতৃক একাধিক ময়লার পাইপলাইন মিলের ড্রেনের সাথে সংযোগ করে তাদের ময়লা পানি ও বর্জ্য নিষ্কাশন করছে। এবিষয়ে মিল কতৃপক্ষ তাদের বাধা দিলেও অদৃশ্য অপশক্তির কাছে হেরে গেছে মিল কর্তৃপক্ষ । বর্তমানে উক্ত অবৈধভাবে নির্মিত ময়লা নিষ্কাশনের ট্রেনের জন্য মিল কতৃপক্ষের পাকা ড্রেনগুলো আটকে আছে এমনকি মিলের পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এক কথায় ঠাকুর জট স্পিনিং মিলের পানি নিষ্কাশনের পাকা ড্রেন এখন প্রভাবশালী ব্যক্তি ও মহলের অধীনে, কবে মুক্ত হবে তাদের কাছ থেকে এ নিয়ে সংশয় প্রকাশ করছে সাগর জুটি স্পিনিং মিলস কর্তৃপক্ষ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.