এস.এম.শামীম দিঘলিয়া বাংলার চেতনা নিউজ খুলনা।
দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগেশিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষে উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আজ সকাল ১০:০০ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি : উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি : দুদক সাজেকার সহকারী পরিচালক - রকিবুল ইসলাম। বিচারক : উপজেলা একাডেমি সুপারভাইজার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-মিসেস নিসা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা -সাঈদা খাতুন এস এম মোস্তফা রশীদী সুজা গার্লস কলজের প্রভাষক - সাবিহা সুলতানা উপস্থিতি: মো: সাইফুদ্দিন লস্কর সহ সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি, শেখ আব্দুল্লাহ সদস্য (দু:প্র:ক), মোল্যা জাহিদুল ইসলাম সদস্য (দু:প্র:ক), নাসরিন সুলতানা (দু:প্র:ক), শিল্পী নন্দী (দু:প্র:ক), মোল্লা সাজ্জাদ হোসেন - প্রধান শিক্ষক ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সুলতান মাহমুদ রাজা - প্রধান শিক্ষক হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, স্বপন কুমার মন্ডল - প্রধান শিক্ষক আড়ুয়া উদয়ন বিদ্যাপীঠ।
বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল: সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিতার্কিক দল, রানার্সআপ হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দল শ্রেষ্ঠ বক্তা : সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিতার্কিক দলের দলনেতা - মুসারাতুন নাহার মৌমি, রচন প্রতিযোগিতা ১ম সানিয়া ইসলাম-, সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ২য়- ঐশী আক্তার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৩য় জান্নাতুল ফেরদৌস আজিজ - ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান মল্লিক।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.