আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ২ নং বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় ভ্যানচালকে কুপিয়ে হত্যা।
গত শনিবার (২রা আগস্ট ২০২৫) ভোর সাড়ে পাঁচটার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকার ভ্যানচালক আলামিন শিকদার (৩৩) পিতা কাওছার শিকদারকে তার স্ত্রীর পূর্বের স্বামী আসাদুল ইসলাম আপন, পিতা: মোঃ গফুর লস্কর, সাং- উল্লাপাড়া, উপজেলা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহ ভিকটিমের বসতঘরে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
পুলিশ ও এলাকা বাসীর ধারণা ভিকটিমের স্ত্রীর পূর্বের স্বামী আসাদুল ইসলাম আপন তার পূর্বের স্ত্রীকে বিবাহের কারনে ভিকটিমের প্রতি রাগ ও ক্ষোভের থেকে ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এলাকাবাসী এ হত্যাকান্ডের সাথে জড়িতকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মামলার প্রস্তুতি চলছে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.