খুলনা জেলা প্রতিনিধি:
দিঘলিয়ায় ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর প্রতারক চক্র আটক করেছে যৌথ বাহিনী। দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি ৩ রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিওিতে ১৯ শে জুন রোজ বৃহস্পতিবার কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এল), বিএন (পি নং ২২০৩) এবং দিঘলিয়া থানায় কর্মরত, এসআই মোঃ জামিল উদ্দিন এর যৌথ নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশ এর সমন্বয়ে বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি গ্রামে (তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও) তে অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিল সহ বিভিন্ন কাগজপত্র তৈরির সরঞ্জাম ও প্রতারক চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলো লাখোহাটি গ্রামের জহুর গাজীর পুএ আশিকুজ্জামান রিংকু ও আকরাম শেখ এর পুএ তুরজাউন শেখ।
এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভূমি অফিসের বিভিন্ন নামের ২৭৩ টি ভুয়া দলিল, ৩-৪ হাজার ভুয়া পর্চা /খতিয়ান,ভুয়া সিল ১২ টি,দাখিলা ৭২২ টি, মাঠ পর্চা ২২টি, মৌজা ম্যাপ ৪৩ টি, এনআইডি কার্ড ৬ টি, দিঘলিয়া উপজেলার সকল ভোটার তালিকা ৩ সেট, হার্ডডিস্ক ১ টি, কম্পিউটার ২ টি, প্রিন্টার ১ টি, সিসি ক্যামেরা ১ টি, মোবাইল ফোন ৩ টি, পেনড্রাইভ ২ টি , সিম কার্ড ৪ টি, লেমিনেটিং মেশিন ,আইডি কার্ড তৈরি পেপার, মূল ম্যাপ ভিসা কার্ড, আটক কালে আসামিদের ভাষ্যমতে
দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানায়। এ বিষয়ে দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ ঘটনায় উপস্থিত গ্রামবাসীর সকলকে যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে।
পরবর্তীতে বিকাল সাড়ে ৫ টার দিকে পাঠকৃতদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.