আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) মোঃ রকিবুল মোল্লা নামক জনৈক ব্যক্তি বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছে। সে উক্ত এলাকার মৃত আঃ রহমান মোল্লার পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত-রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামের মৃত আঃ রহমান মোল্লার পুত্র মোঃ রকিবুল মোল্লা বাড়ির পার্শ্বস্থ বিলে মাছ ধরা শেষে ফেরার পথে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, রকিবুল মাছ ধরে বাড়ি ফেরার পথে উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রাম সংলগ্ন আহম্মেদ শেখের ঘেরের পাড়ের চারিদিকে লোহার তারে (জিআই তার) বিদ্যুৎ প্রবাহ থাকায় এবং উক্ত রকিবুলের তা অজানা থাকায় বিদ্যুৎ প্রবাহিত উক্ত তার স্পর্শ জনিত কারণে বিদ্যুতাড়িত হয়ে ঘেরের পাড়ে পড়ে থাকে।
পরবর্তীতে, আনুমানিক রাত সোয়া ১০ টার দিকে একই পথে আগত অন্যান্য লোকজন চলার পথে উক্ত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বর্তমানে মৃতদেহ দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক প্রশাসনিক কার্যক্রম এবং সঠিক তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা যায়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.