এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়ায় আজ ২ রা অক্টোবর দিঘলিয়া নৌবাহিনী,দিঘলিয়া থানা পুলিশ, ও আনসার বাহিনীর সমন্বয়ে বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ উদ্যেগে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল নৌবাহিনীর বিশেষ টহল দল।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবী বিসর্জনকে ঘিরে হাজারো ভক্ত সমবেত হন। যাতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যে নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসন একযোগে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।দিঘলিয়ার গুরুত্বপূর্ণ নদীপথ ও সড়কগুলোতে নৌবাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মণ্ডপগুলোর প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হয়।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা ও বিজয়া দশমীর সকল কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন।
দিঘলিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে। নৌবাহিনীর টহল কার্যক্রম বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।বিজয়া দশমীর দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা আবেগঘন পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের তালে তালে মায়ের বিদায় দেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.