দিঘলিয়া খুলনা প্রতিনিধি:।
দিঘলিয়া উপজেলার দেয়াড়া থেকে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ৬ টায় দিঘলিয়া ইউনিয়নের গোলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের কাছ থেকে যে ব্যক্তিকে ছিনিয়ে নেয়া হয়েছে তার নাম মোঃ নাসিম (৫৩)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনা জেলা সহ দিঘলিয়া উপজেলা এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে একাধিক মামলার আসামী নাসিম কে পুলিশ গ্রেফতার করে দিঘলিয়া থানার এসআই তারেক এর নেতৃত্বে। ওই সময় নাসিমকে ৩০-৩৫ জনের একটি দল নাসিমকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনতাই মামলায় গ্রেফতার হয়েছে ২
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, নাসিমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলারও প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.