এস.এম.শামীম, খুলনা জেলা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন ৭নাম্বার ওয়ার্ড সুগন্ধি গ্রামে টানা বৃষ্টিপাতে আবারও দেখা দিয়েছে জলবদ্ধতা।
উপজেলার বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে এলাকায় অন্তত ৪০থেকে ৪৫ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু ও এলাকাবাসী মোহাম্মদ তৌহিদ শেখ, ইসমাইল হোসেন, আমির হোসেন, আনজু আরা বেগম, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, রহমান মোল্লা, আবুল হোসেন বলেন, দীর্ঘদিন যাবত বর্ষার পানি জমে মাটির ঘর ধসে পড়েছে, এলাকায় অনেক বড় গাছ ঝুঁকিতে রয়েছে যেকোনো সময় পড়ে যেতে পারে। পানি থেকে ঝুঁকি বাড়ছে চুলকানি পাঁচড়া আমাশা বিভিন্ন ব্যাধি। কোমলমতি শিশু পানির কারণে ঘর থেকে বাহির হতে পারছে না বিষাক্ত পোকামাকড় সাপের উপদ্রব বেড়েছে আতঙ্কে রয়েছে পরিবার পরিজন।
এলাকাবাসীর দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.