এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দিঘলিয়া থানা পুলিশও অংশ নেয়। এসময় নিজ নিজ বাড়ি থেকে মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ সিকদার ও শামীম শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের আইনগত প্রক্রিয়ার জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে টহল আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.