দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।
জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসছে ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধিত নয় এমন সকল শিশুকে অবিলম্বে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।উ
পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম।প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম। সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন শিক্ষক নেতা সেকেন্দার আলী ও আব্দুল্লাহ আল মামুন,ইসলামিক ফাউন্ডেশনের নবী হোসেন।দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন। সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান, সামাজিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত থেকে ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.