এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪শে আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। সার্বিক সঞ্চালনা করেন মেরিন ফিসারিন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রকৌশলী প্রধান আবু তারেক সাইফুল কামাল।মুনায়েম খান যুব উন্নয়ন কর্মকর্তা। অনুষ্ঠানে
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের প্রধান গন, উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি গন, শিক্ষক,ছাএ-ছাএী, ও সাংবাদিক বৃন্দ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। পাশাপাশি সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানের আয়োজক ছিলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.