আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলার সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক ওলামা ও সুধী সন্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় অনুষ্ঠিত ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শয়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরী সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মুফতি গোলামুর রহমান। এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে শাহেখ চরমোনাই মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করিম বলেন,
এদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কোনো দলই এ দেশের মানুষকে শান্তি দিতে পারেনি। নিজেদের ভাগ্যের উত্থান ঘটিয়েছে। সাধারণ মানুষের উন্নয়ন ঘটেনি। এদেশের মানুষ চেয়েছে ইসলামী দলের ঐক্য। আজ ঐক্য হয়েছে। ইসলামের ভোট বাক্স হবে একটা। দেশের মানুষ ভোট ডাকাত ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করে সৎ যোগ্য আল্লাহ ভীরু এ দেশের আলেম ওলামাদেরকে ক্ষমতায় বসাতে চায়। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর সংসদ হবে আলেম ওলামাদের সংসদ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মুফতি আব্দুল মান্নান ওসমানী, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি নাঈম আশরাফ, মুফতি ইয়াকুব বিন ইব্রাহীম, মাওলানা শেখ আশরাফুল করিম, মুফতি বেলাল হোসাইন সাফী, মাওলানা গিয়াস উদ্দীন, মুফতি হুসাইন, হাফেজ মাওলানা মহিউদ্দীন ওসমানী প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.