এস.এম.শামীম দিঘলিয়া।
দিঘলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৪-২৫ অর্থবছের খরিপ-২ মৌসুমে নারিকেল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক বিনামূল্যে দেশী জাতের নারিকেল চারা সরবরাহের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২৫ শে জুন রোজ বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপকরণ
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম, স্বাগত বক্তব্যের মাধ্যমে উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র শানা,
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ।
এসময় কৃষি অফিসার কিশোর আহমেদ জানান মৌসুমের সবচাইতে ভালো মানের নারিকেলের চারা গুলোই কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
উপ-সহকারী কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম, সহ দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গন। এসময় দিঘলিয়া উপজেলার ২৫০ জন কৃষক কে নারকেল এর চারা সার, বীজ, ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ শত নারকেলের চারা,বিতরণ করা হয় ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.