এস.এম.শামীম, খুলনা ব্যুরো।
খুলনার দিঘলিয়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বাদ আসর পানিগাতী বাঁশের হাট বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিঘলিয়া উপজেলা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মিছিল ও সমাবেশে এ উপজেলার শত শত তৌহিদী জনতা অংশ নেন।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মুঃ মুজাহিদুল ইসলাম, মুঃ সাইফুল্লাহ মানসুর, মুঃ ইসমাইল হোসেন, মাওঃ দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বারবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু, বৃদ্ধসহ শত শত অসহায় ফিলিস্তিনি ও গাজার মুসলমানদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করছে। এমন কি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই হায়েনাদের হামলা থেকে রেহাই পাচ্ছেনা। এমন কি বিগত রমজান মাসেও হামলা থেকে রেহাই পায়নি গাজার নিরীহ মানুষেরা। এমন বর্বর নৃশংশ হামলার মুহূর্তে মুসলিম বিশ্বের নেতারা নিরব ভূমিকা পালন করছেন। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে জঘন্য এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক মুসলিম সংস্থা ও বিশ্বের মুসলিম নেতাদের এই নিরবতা ইসরায়েলিদের দাসত্বের সামিল। বিশ্ব মানবতার এই দুর্যোগমময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকারসহ বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরবতা ভেঙ্গে গণহত্যা ও যুদ্ধ বিরতি লঙ্গনের দায়ে নেতানিয়াহু সরকার, ইসরায়েল ও তাদের দোসরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে দিঘলিয়া উপজেলার বিভিন্ন জনপদের ধর্মপ্রাণ মুসলমানেরা ইসরাইলী হানাদার বাহিনীর মুসলিম হত্যা ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.