আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় ইলিশ সম্পদ সম্প্রসারণে মা ইলিশ সংরক্ষণে ইলিশ মাছ শিকার বন্ধ মৌসুমের প্রথম দিনে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দিঘলিয়া মৎস্য অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা এবং হাটে বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি।
এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী'র নেতৃত্বে দিঘলিয়া মৎস্য অধিদপ্তরের একটা টিম দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তারা জেলে পল্লীতেও যান এবং তাদের ইলিশের প্রজনন মৌসুমে অর্থাৎ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকার বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় আরো ছিলেন দিঘলিয়া মৎস্য অধিদপ্তরের মোঃ আসলাম মোঃ পাভেল, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন প্রমুখ।
ইলিশ বর্তমানে বাংলাদেশের বড় ধরণের মৎস্য সম্পদ। ইলিশ মাছ বিদেশে রপ্তানি করে এ দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। এই ইলিশের উপর দিঘলিয়ার হাজার হাজার জেলে পরিবারসহ মৎস্য জীবির জীবন জীবিকা নির্ভরশীল। দিঘলিয়ার এ সকল জেলে পরিবারকে মৎস্য শিকারের পাশাপাশি অন্য পেশায় উৎসাহিত করার জন্য প্রতি বছর তাদের মাছে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ মাছ শিকার বন্ধ থাকা অবস্থায় তাদের মধ্য থেকে প্রান্তিক জেলেদের তালিকা তৈরি করে ২৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রমও চালু আছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.