খুলনা ব্যুরো :
"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৮ মার্চ (শনিবার) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় মহিলা বিষয়ক দপ্তর প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সভাপতিত্বে এবং সঞ্চালনায় আলোচনা সভা এবং ক্ষুদ্রঋণ এর চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুল, আলোর মিছিলের সংগঠক মোঃ আকিব হোসেন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুলসহ আরো অনেকে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন এবং নারীর উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, ৮ মার্চ ১৮৫৭ সালে নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক কাজের ঘণ্টা কমানোর, ন্যায্য মজুরি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করেছিলেন, যা আজকের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯১০ সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে
নারী শ্রমিকদের আন্দোলনকে সম্মান জানিয়ে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতিহিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মহিলা সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.