খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলায় আনসার ভিডিপির প্রশিক্ষক মো: মিলন মিয়ার বিরুদ্ধে দিঘলিয়ার হাজিগ্রাম এর স্থানীয় এক নারীর আনা অভিযোগ কে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি সাংবাদিক দের সাথে এক মতবিনিময়ের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
১লা অক্টোবর সকাল ১০ টায় দিঘলিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মো: মিলন মিয়া বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। অথচ একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই অপপ্রচার চালাচ্ছে।”এবং আনসার ভিডিপির প্রধান দায়িত্বে থাকা শামসুন্নাহার বেগম এর যাচাই বাছাই এবং ট্রেনিংপ্রাপ্ত, সার্টিফিকেটধারী, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, ব্যক্তি ছাড়া আনসার ভিডিপিতে কাউকে ডিউটি দেওয়া হয় না। কিন্তু উক্ত নারীর কোন ট্রেনিং সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, কোন কিছুই নাই
তিনি আরও বলেন, এই ধরনের মিথ্যা অভিযোগ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, সত্য ঘটনা যাচাই করে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে।
মিলন মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, তিনি দীর্ঘদিন ধরে আনসার ভিডিপির প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং সততার সাথে দায়িত্ব পালন করছেন। সমাজে তার সুনাম নষ্ট করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ সময় স্থানীয় সাংবাদিকরাও অভিযোগের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.