এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলার উপর আস্থা হারিয়ে ফেলেছে এলাকাবাসী, চুরির প্রবণতা বেড়েছে। প্রতিদিন রাতেই কোনো না কোনো বাড়িতে অথবা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্র হানা দিচ্ছে।
সমাজে যাদের আবির্ভাব কখনও মাদক ব্যবসায়ী আবার কিশোরগ্যাং, কখনো আবার নানা অপরাধী। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিঘলিয়ার বিভিন্ন গ্রামে ও মহল্লায় মহল্লায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা মহোৎসবে পরিণত হয়েছে।
এখন চুরিসহ নানা অপরাধ তৎপরতা। কখনও সার্ভিস তার, বাড়ির নলকূপের মাথা, মটর, গাছের ফল ইত্যাদি চুরি, কখনও বাড়িতে কখনও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি। আবার কখনও কিশোর গ্যাং সেজে সমাজে চুরিসহ নানা অপরাধ সংঘটিত করা। এমনিভাবে চুরি হচ্ছে দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও দিঘলিয়া থানা পুলিশ শুধু ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এমনই গুঞ্জুন শোনা যাচ্ছে এলাকাবাসীর মুখে মুখে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.