আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং দিঘলিয়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ইং সাগুরিয়া ও নাক কাটা খালে অবৈধ জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাপ্ত অবৈধ চায়না দুয়ারী জাল, নেটপাটা, চরপাটা, বাধ ইত্যাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সদস্য মোঃ আকিব হোসেন ও সজল বিশ্বাস এবং এলাকার সচেতন নাগরিক সমাজ। দিঘলিয়ার বিভিন্ন খালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী এ প্রতিবেদককে জানান।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.