মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মণ্ডলের ছেলে রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাব্বির (৩৪)।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার উদ্দেশে যায়। পথিমধ্যে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি উল্টে খাদে পড়ে যায়।এ সময় লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাব্বির ও হেলপার রাসেল মারা যান। এদিকে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.