নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ
খুলনার তেরখাদা উপজেলায় নৌবাহিনী ও তেরখাদা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধানখালি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতের নাম হাসান ভূইয়া (৩৩)। তিনি ধানখালি বাজারে ডেকোরেটরের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিলেন বলে জানিয়েছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
অভিযানকালে তার দোকান থেকে ৩১ পিস ইয়াবা, একটি স্মার্টফোন, একটি দেশীয় কুড়াল, একটি হাতুড়ি, দুটি টর্চলাইট, দুটি রড এবং নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, হাসান ভূইয়ার মাদক ব্যবসার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অভিযানের খবর শুনে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ মাদক ও অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.