তেরখাদা প্রতিনিধি
নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (এক্স) বিএন, (পি নং-২৮৯০) এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন মোঃ মাসুম বিল্লা (৩৬) পিতা মোঃ নূর মোহাম্মদ বিশ্বাস গ্রামঃ তেরখাদা, পোস্টঃ তেরখাদা, থানাঃ তেরখাদা, জেলাঃ খুলনা, বর্ণিত ব্যক্তিকে ৫০ শয্যা হাসপাতাল তেরখাদা এর সামনে হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। বর্ণিত ব্যক্তির তথ্য মতে *ইয়াবা ৩৬ টি,* নগদ টাকা ৩,৭৭০, মোবাইল ফোন ০১ টি, ও মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জামান্দি জব্দ করা হয়।
যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ(০৮ জন) ও অংশগ্রহণ করে। বর্ণিত আসামি গত ০৬ নভেম্বর হতে অদ্যাবধি জ্বর জনিত কারণে ৫০ শয্যা বিশিষ্ট তেরখাদা হাসপাতালে ভর্তি অবস্থায় মাদক বিক্রি করেছে বলে জানা যায়। পরে ধৃত আসামি ও জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর করা হয় ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.