মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের কমিটির সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে ঢাকার একটি মিলনায়তনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ্য চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সহ-সেক্রেটারি মেসকাত উদ্দিন সেলিম। এসময় তিনি বলেন- জনকল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার বেকারত্ব দূরীকরণে দায়িত্বশীলদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।”
ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের সভাপতি ফরিদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের সেক্রেটারি আহসান উল্লাহ মোল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলে ঢাকাস্থ গুনবতী ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সাঈদ মজুমদার, জাফর ইকবাল শিপন, নগদহাট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লাসহ মুন্সিরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি কফিল উদ্দিন মোল্লা, ফাউন্ডেশন এর সদস্য বাহাদুর হোসাইন কামাল হোসেন, এ এইস তাসলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।