ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবির ৩ মাসের জেল দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান অভিযানে উপজেলার বসুন্দিয়া এলাকা হতে ১ পুরিয়া গাঁজাসহ বসুন্দিয়াডাঙ্গার রমেশ মন্ডলের ছেলে গৌতম কুমার মন্ডল (৩০) ও আশরাফ মোল্যার ছেলে আজমল মোল্যাকে (৩০) এবং আঠারোমাইল বাজার এলাকা থেকে ১ পিচ ইয়াবাসহ কাঞ্চনপুর গ্রামের সাহেব আলী গাজীর ছেলে রাকিব হাসান অন্তর (২২) ও মোমিন গাজীর ছেলে রমজান গাজী (২১) কে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য সেবনের অপরাধে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। এসময়ে থানা পুলিশের এসআই মো: রেজাউল উপস্থিত ছিলেন।
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.