ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
যশোরের গদখালীর ফুল আনা হলো না সুরাইয়া আক্তারের (২৫)। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে
তার প্রাণ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে টিপনা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্বামী মাহফুজুর রহমানের সাথে মটরসাইকেল যোগে বাগেরহাট থেকে যশোর গদখালী ফুল বাজারে যাচ্ছিলেন ওই দম্পত্তি। ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ইটের ট্রাক তাদের মটর সাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে গুরুতর আহত হয় সুরাইয়া আক্তার। তাকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.