ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় শীর্ষ চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল বিশ্বাস(৫১) ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা নুরনগর এলাকা থেকে কেএমপি’র ডিবি পুলিশ তাকে আটক করে। শিমুলের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধে ডুমুরিয়া থানায় ১০টি মামলা রয়েছে। এদিন খুলনার কাস্টম ঘাট এলাকায় বিএনপি নেতার এক বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, খুলনা মেট্রোপলিটন (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আবু হেনা ও অসিত বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা নগরীর নুরনগর পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালিয়ে ডুমুরিয়া অঞ্চলের শীর্ষ চাঁদাবাজ ও ভুমিদস্যু শিমুল বিশ্বাসকে আটক করে। পরদিন (বুধবার) সকালে খুলনার মুন্সিপাড়া কাস্টমঘাট এলাকায় বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই মামলায় সে সন্দিগ্ধ আসামী। শিমুল বিশ্বাস ডুমুরিয়া উপজেলার দক্ষিনডুমুরিয়া গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে। এ বিষয় খুলনা মেট্রোপলিটন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, শিমুলের বিরুদ্ধে চাঁদাবাজি, ভুমিদস্যু, ছিনতাই, দখলবাজিসহ নানা অপরাধে ডুমুরিয়া থানায় ১০টি মামলা আছে। কাস্টমঘাট এলাকায় বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় শিমুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে শিমুল বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের নাম ভাঙ্গিয়ে ডুমুরিয়া অঞ্চলে ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই গা ছম ছম করা সব অপরাধ করেও ধরা ছোঁয়ার বাইরে ছিলো সে। তার হাতে জীবন নাশের হুমকী থেকে বাদ পড়েনি সাংবাদিকরাও।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.