ডুমুরিয়া খুলনা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ
ডুমুরিয়ায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটির দিকে খলসী গ্রামের শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মানাধীন রান্নাঘরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, নতুন নির্মানাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় পরিত্যাক্ত অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি অচল অস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শত্রুতা মুলকভাবে ফাঁসানোর জন্য এমনটা কেউ করতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিডিমূলে উদ্ধাকৃত অস্ত্রটি আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.