মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।
নির্বাচন নির্বাচন করে সংস্কার চরমভাবে বাধা গ্রস্থ হচ্ছে ইউনুস সরকারের উন্নয়ন মুখী কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।
তাদেরকে সকল সংস্কারের সমাধান দিতে আরো কিছু বছর টিকিয়ে রাখতে হবে।
আগামীতে স্বচ্ছ নির্বাচন করতে হলে ছয় মাসের মধ্যে সম্ভব নয়। রাজনৈতিক দল গুলো এখনো ঐক্যমতের সিদ্ধান্তে আসতে পারেন নাই।
এই অবস্থায় নির্বাচন হলে যে সরকার গঠন করবেন ৬ মাস টিকে থাকা কষ্ট হয়ে যাবে। কেন যাবে সকল রাজনৈতিক দল জানেন।
সরকারের ঘোষিত নির্বাচনের দিন পর্যন্ত ও ঐক্যমতে আসতে পারবেন বলে আমার বিশ্লেষণে মনে হচ্ছে না। দেশকে সকল পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনার পর নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ সুস্থ সুন্দর নির্বাচন করতে হলে ধৈর্য ধরতে হবে। আর সরকারকে মনে করিয়ে দিতে হবে রাজনৈতিক দলগুলো।
এইটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয়।
সরকার যদি রাজনৈতিক দল গুলার কথা না শোনে তাহলে সরকারের সমালোচনা সহ বিরোধিতা করুন।
বাধ্য করুন সেই কাজটা করানোর জন্য,আর একটা কথা বলি,বর্তমান বাংলাদেশের নেতৃত্বে
যারা রয়েছেন তারা কেউ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছেন না, ভুয়া কথা কিছুদিন আগে শুনলাম শেখ হাসিনা সরকার লক্ষ লক্ষ ব্রিলিয়ান কোটি টাকা নিয়ে পালিয়েছেন এটাও বুয়া কথা শুনলাম তারেক রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন ভুয়া কথা
আমরা কি কখনো শুনেছি অমুক দেশ থেকে পাচার করা টাকা উদ্ধার করে দেশে আনার গল্প যে সরকারে থাকে তার নামে এই গল্পটা উপর মহল থেকে আসে তৃণমূল পর্যন্ত চলে যায় কিন্তু দুঃখের বিষয় একটি টাকা ফেরত আনার গল্প বাংলাদেশের কোন মানুষ প্রমাণ দিতে পারবেন না। যে অমুক সরকার পাচার করা টাকা ফের ত এনে বাংলাদেশের কোষা ঘরে জমা করেছেন। তাই আসুন সকল দল মিলে ডঃ মুহাম্মদ ইউনুসের সরকারকে
আগামী আরো কয় বছর কাজ করার সুযোগ দিন,আমি জানি আমার এই সত্য কথাটা অনেকের কাছে অপছন্দনীয় হবে তারপরও কিছুদিন ধরে আমার দেশের অবজারভেশন করে এরকম কিছু মনে হয়েছে তাই দেশবাসীকে জানালাম,
কাজী মনিরুল ইসলাম মনির
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশ বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি বিপি ইউপি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.