টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.