ব্যুরো প্রধান খুলনা বাংলার চেতনা নিউজ।
ঝালকাঠিতে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে সাংবাদিক ও দৈনিক যায়যায় বেলা-এর সম্পাদক মোল্লা শাওনের গ্রামের বাড়িতে। গতকাল (শুক্রবার) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত মোল্লা শাওনের বসতবাড়িকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। প্রচণ্ড শব্দে আশপাশের গ্রাম কেঁপে ওঠে। এসময় পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরের ভেতরে আশ্রয় নেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে জানা যায়, এ হামলার সাথে স্থানীয় ছাত্রলীগের এক সন্ত্রাসী জড়িত। তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান,
“আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালাই। এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আর কারা জড়িত, তাদেরও চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”
ঘটনার পর সাংবাদিক মোল্লা শাওন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ করাই আমার দায়িত্ব। এর জন্য যদি বারবার প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হতে হয়, তবে তা শুধু আমার জন্য নয়—সাংবাদিকতার স্বাধীনতার জন্যও বড় হুমকি। আমি দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকের বাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তিকে ভয় দেখানো নয়; বরং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের অপচেষ্টা।
এদিকে, ঝালকাঠি প্রেসক্লাব ও স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.