মোঃ মাজেদুল ইসলাম মাজেদ (তারাগঞ্জ প্রতিনিধি)
রংপুর জেলার রংপুর সদর উপজেলায় ❝ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল❞ এই স্লোগানে জোনাকী যুব সংঘ গত (৭ই নভেম্বর) ১৬দলীয় নৈশ কালীন ১ম তম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। চাইনিজ বার নাইট ফুটবল টুর্নামেন্টে-২০২৪'এর সর্বশেষ এবং চুড়ান্ত ম্যাচটি গত (৯ই নভেম্বর) রাত ১০:০০ ঘটিকায় উত্তর নীলকন্ঠ, টাইগারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে তারা হচ্ছে এ আর এস বি-এফ সি(রংপুর) এবং বন্ধু বন্ধু ফুটবল একাদশ(রংপুর মহানগর)। প্রথম ও দ্বিতীয় আর্ধে (৯০মিনিটে) উভয় দল গোল শূন্যতায় শেষ হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচ, এতে আর এস বি-এফ সি(রংপুর) ৩-৪ গোলে জয় লাভকরে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাকিল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস মাহমুদ রুবেল বিশিষ্ট সমাজ সেবক। ধারাভাষ্যে ছিলেন মোঃ মাজেদুল ইসলাম (মাজেদ)
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.