মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেলনা গ্রাম ইউনিট প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেলনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মু. সাহাব উদ্দিন। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম। বিশিষ্ট উপস্থাপক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, কুমিল্লা বারের আইনজীবী সাইফুদ্দিন মজুমদার, নগদ হাট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল মোল্লা, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বাবর মোল্লা, হাফেজ মর্তুজা মজুমদার, ছাত্রনেতা মোঃ আতিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। ইসলামী আন্দোলন সকলের সমর্থন করা উচিত। এতে করে হিংসা বিদ্বেষ দূরীভুত হবে। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে ফেলনা গ্রামে আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের সমালোচনা করেন এবং আগামী দিনে একটি ন্যায় নিরাপদ ও আদর্শ সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.