রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাশ, পশ্চিমবঙ্গ
আজ ১৯শে এপ্রিল শনিবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত বরদাবাড় গ্রামে ঘটনাটি ঘটে , গ্রামবাসীরা বিক্ষোভ দেখান,।জানাযায় জল নিকাশের খাল কে বন্ধ করে , আজ তৈরি হচ্ছিল এক ব্যক্তির উদ্যোগে ব্যক্তিগত পোল, গ্রামবাসীরা দেখতে পেয়ে বিক্ষোভ দেখিয়ে তা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকার নাসা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ , প্রায় ১৭টি থেকে ১৮টি গ্রাম এই খালের জলে উপকৃত হন। পাশাপাশি এলাকার খালের জল নিকাশি ব্যবস্থা ঠিক ঠাক না থাকার কারণেও অতিরিক্ত বর্ষায় গ্রামবাসীদের জলে ডুবে থাকতে হয় বহুদিন ধরে।
তবে মূলত এক ব্যক্তি এই খালকে অবরুদ্ধ করে বাড়ীর সাথে ব্যক্তিগত পোলের কাজ করছিল, আর এই ঘটনা সামনে আসার পরেই স্থানীয় কয়েকটি গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান , এবং পোলটি ভেঙে গুঁড়িয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়, বাক বিতোন্ডা চলতে থাকে। প্রশাসনিক তরপেও খবর দেওয়া হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.