মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।
বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি সাব-রেজিস্টার অফিসে এ অভিযান চালানো হয়।
জানা গেছে,অভিযান কালে দুদকের টিম ছদ্মবেশে দলিল লেখকদের নিকট জমি রেজিস্ট্রেশনের খরচ সম্পর্কে জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি খরচ লাগবে বলে জানান। দুদক টিম এসময় অতিরিক্ত অর্থ দাবিকারীদের তালিকা সংগ্রহ করে। পরবর্তীতে সেবা নিতে আসা গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কথা বলা হয়।
সেবার মানোন্নয়নের জন্য ওই কার্যালয়ে সরকার নির্ধারিত ফি সিটিজেন চার্টারে প্রদর্শিত রাখার বিষয়টি নিশ্চিত করে। এছাড়া অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে দুদক টিম। দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়া কান্দি সাব-রেজিস্টার অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। এসময় আমরা সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টির সত্যতা পেয়েছি। তিনি আরও বলেন,গ্রাহক হয়রানি সংক্রান্ত বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.