স্টাফ রিপোর্টার
গাজীপুরের বোর্ড বাজারে এক গার্মেন্টসে ২ শতাধিক লোকের ৩ মাসের বেতন না দিয়ে পালিয়ে গিয়েছে এক মালিক।জানা যায়, গত ডিসেম্বর থেকে এম এস ফ্যাশনের মালিক শফিকুল ইসলাম (৫৮) শ্রমিকদের ন্যয্যা বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। পরবর্তী তে শ্রমিকরা শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।এবিষয়ে গত ৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে বেতন না পাওয়া শ্রমিকরা। টানা ৩ ঘন্টার আন্দোলনের পরে গাছা থানা পুলিশ ও ইন্ড্রাস্টিয়াল পুলিশের একটি টিম আন্দোলনরত শ্রমিকদের সাথে সমঝোতার বিষয়ে টেবিল বৈঠকে আন্দোলন বন্ধ করা হয়।বিএনপি'র নেতা সারোয়ার হোসাইন মিজান জানান, আন্দোলনের দিন গাছা থানা কর্তৃপক্ষ আমাদের কে ৩ দিনের মধ্যে আমাদের বেতন সহ সবকিছু সমাধানের আশ্বাস দিলেও আজ এক সপ্তাহ ধরে কোনো সমাধানের আশ্বাস পাচ্ছি না।তিনি জানান, এর আগেও গত দুই মাস আগে আমরা আরেকবার আন্দোলনে নেমেছিলাম ঐসময়ও আমাদের পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন বন্ধ করে সমাধানের তারিখ দেওয়া হয়েছিল।
তিনি আরো জানান, মালিকের পলাতক থেকে শুরু করে সবকিছুর সহযোগিতায় ছিল বিল্ডিং মালিক নাঈম(৫০) আমরা সেটা প্রশাসন কে অবগত করা সত্ত্বেও প্রশাসন নাঈমকে এখনো কিছু জিজ্ঞেস করে নাই। আমরা চাই দ্রুত নাঈম কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বেড়িয়ে আসবে।
মিজান বলেন, মালিক পলাতকের পরে নাঈম বিল্ডিং থেকে বেশকিছু মালামাল নামিয়ে নিয়েছে আমাদের চোখ ফাঁকি দিয়ে। আমরা এবিষয়টি প্রশাসন কে অবগত করেছিলাম।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.