মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা মহেশ্বর পাশা খাদ্য গুদাম (কেন্দ্রীয় সংরক্ষণাগার) পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন। গতকাল ১৫ অক্টোম্বর বুধবার বেলা ২ টার সময় গুদাম পরিদর্শন,নতুন গুদাম বেজ ঢালাই পরিদর্শন, সাইলো সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সিএসডি গোডাউন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সদ্য যোগদানকৃত ডিসি ফুড মোহাম্মদ তানভীর হোসেন মহেশ্বর পাশা গুদামে পৌছালে শাখা ব্যবস্হাপক (ম্যানেজার) মোঃ মোশাররফ হোসেন ও সহকারী শাখা ব্যবস্হাপক তৈয়েবুর রহমান তাকে ফুলেল শুভেচছা জানান। এসময় উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আর, এম,ই মোঃ সায়েম কবির, আর এম ও,মোঃ আবু তাহের,
এম সি এ এন এ্যান্ড আই সি (জেবি)
ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সুমন খানসহ সিএসডি গোডাউন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি গুদামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেন। নতুন গুদাম তৈরি কাজের বিষয় খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সকল কাজ সন্তোষজনক বলে মন্তব্য করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.