মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
আজ ৯/৫ ২০২৫ ইংরেজি সকাল ৯ টায় খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকদের শিখন দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্প এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা গত ১৯/৪/২৫ ইংরেজি তারিখ থেকে শুরু হয়ে আজ নয় ০৯/০৫/২৫ ইংরেজি তারিখে সমাপ্ত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা খাতুন। বিশেষ অতিথি ও কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান সহযোগী অধ্যাপক আরবি ও ইসলাম শিক্ষা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা। উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত হামনাদ ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়, সর্বশেষ একুশ দিনব্যাপী প্রশিক্ষণের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে সফলতার সনদ তুলে দেয়া হয়। এসময় খুলনা ,বাগেরহাট, মোড়লগঞ্জ, যশোর ,চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ
করেন। এবং এই প্রশিক্ষণ শেষে তারা প্রতিষ্ঠানে যেয়ে ছাত্র-ছাত্রীদের আরবি বিষয়ের উপর ক্লাসে আরবি শিখন দক্ষতা হিসেবে পাঠদান করতে পারবে বলে সকল প্রশিক্ষনার্থীরা অভিমত ব্যক্ত করেন। এবং সর্বশেষ সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.